King Force Team

#POST_BY_CEO

King Force Team
মানবতার অন্য নাম
We love Bangladesh
উপরের কথা গুলা আজ সবার মুখে মুখে। আর এই দীর্ঘ পথ পারী দেয়ার রাস্তা মসৃন ছিল না কখনো। অনেক চড়াই উৎরাই, ভয়ভীতি, হুমকি ইত্যাদি উপেক্ষা করতে হয়েছে আমাদের সকল Admin/MoD/Crew দের। তবে এই অর্জনের পিছনে অতীতে যারা ছিল তাদের কোন ক্রেডিট নাই বলে আমি মনে করি, কারন তারা নিজেদের ক্ষমতাকে পাকাপক্ত আর নিজেদের আখের গুছাতে গিয়ে পুরা টিমের সাথে বেইমানী করে শেষ পর্যন্ত ধরা খেয়ে বা তাদের আসল চেহারা প্রকাশ পাওয়াই কিক খেয়েছে টিম থেকে।যদি সত্যিকারের KF লাভার হত তাহলে কখনো ছেড়ে যাইতো না বা যাওয়ার পর KF এর ক্ষতি করার চেস্টা করতো না। আর যারা সম্মানের সহিত চলে গেছে তাদের বিষয় টা অন্য রকম বলা যায়। যাহোক এতকিছুর পর ও KF এর সেই সময় থেকে আজো যারা আছে আর অক্লান্ত পরিস্রম করে যাচ্ছে তাদের অবশ্যই সালুট থাকলো গ্রুপ CEO/Manegment পক্ষ থেকে।। আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা বলে বেড়ায় যে, জিম্মি এখন দেশের বাহিরে আছে, সময় দিতে পারবো না তেমন। তখন KF এমনি আস্তে আস্তে শেষ হয়ে যাবে।। তাদের উদ্দেশ্য করে এটায় বলবো এটা আমি জিম্মির বানানো KF, আর এটা এখনো ৭ বছর হল চলতেছে আর এইসব টিম ৭ বছর হল চলে বা রানিং আছে এমন একটা টীম বাংলাদেশে নাই।। তার মানে আমার দেয়া দিক নির্দেশনা গুলি সঠিক ছিল আর তাই এমন কিছু Admin/MoD তৈরি হয়েছে যাদের কে কেউ টাকা দিয়েও কিনতে পারবেনা, এটা আমি অহংকার করে বলতে পারি।। তাই ঐসব শুভাকাঙ্ক্ষীদের বলি নিজেদের পাছায় তেল দিন।।। KF চালানোর জন্য জিম্মি কে লাগবে না এখনকার Admin/MoD/Crew রা যথেষ্ট KF চালানোর জন্য কারন তারা আমাকে অনুশরন করে শিখে নিয়েছে কেমন করে লিড দিতে হয় একটা টিম কে।। আর তারা এখন একেকটা বুলেট।
Keep your mind,KFT is a brand.
Love you all brothers…..
Hail king Force😍😍😍😍…

King Force Team

Leave a Comment